কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বাংলাদেশের দক্ষিন পশ্চিমের জেলা সাতক্ষীরা শহর হইতে প্রায় ৩৬ কি.মি. দূরে কালিগঞ্জ স্থানীয় বাস টার্মিনাল হইতে প্রায় ১ কি.মি দূরে কাকশিয়ালী নদীর তীরে অবস্থিত। স্বাস্থ্য কমপ্লেক্সটি ১৯৬৫ সালে রুরাল হেলথ সেন্টার নামে তদানিন্তন পাকিস্তান সরকারের সময় প্রতিষ্ঠা হয়। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এটি বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত হতে থাকে। বর্তমানে হাসপাতালটিকে ৩১ শয্যা হইতে ৫০ শয্যায় রূপান্তরিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জনাব অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক, এম.পি. এটি উদ্বোধন করেন। হাসপাতালে ১০ জন চিকিৎসক সহ শতাধিক কর্মচারী কালিগঞ্জ উপজেলা সহ এর আশেপাশের মানুষদের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছেন।
কৃষ্ণনগর ইউনিয়নের গ্রামের সকল মানুষ উক্ত হাসপাতালে সুচিকিৎসা পেয়ে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস