Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

এক নজরে

 

        বাংলাদেশের দক্ষিন বঙ্গের সাদা সোনার জেলা সাতক্ষীরা জেলার  কালিগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী ও বৃহত্তমজনপদ হলো ১ নং কৃষ্ণনগর ইউনিয়ন। এর উত্তরে বিষ্ণুপুর ইউনিয়ন, পূর্বে শ্যামনগর উপাজেলার কাশিমাড়ী ইউনিয়ন, পশ্চিমে মৌতলা ও দক্ষিণে শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়ন অবস্থিত। কালের পরিক্রমায় আজও অত্র রইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজও সমুজ্জ্বল।

 

১) নাম– ১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ ।

২) আয়তন– ২৬.৬৫ (বর্গকিঃমিঃ)

৩) লোকসংখ্যা– ৩৩,৭১৯ জন (প্রায়) (২০০৮সালের জম্মনিবন্ধন অনুযায়ী)

৪) গ্রামের সংখ্যা– ১৭টি।

৫) মৌজার সংখ্যা– ১২ টি।

৬) হাট/বাজার সংখ্যা- ৫ টি।

৭) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম– মটর সাইকেল/ভ্যান/রিক্সা/অটোরিক্সা।

৮) শিক্ষারহার– ৫৭ %। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১১ টি,  

    উচ্চমাধ্যমিক বিদ্যালয়ঃ-  ০৪ টি,   

    মাদ্রাসা- ০৪ টি,

    কলেজ-০১টি,

    কেজি স্কুল- ১ টি,

৯) দায়িত্বরত চেয়ারম্যান- মোছাঃ সাফিয়া পারভীন।

১০) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৩টি।

১১) ইউপি কমপ্লেক্স ভবন স্থাপনকাল– ০৪/১০/২০০৬ ইং।

১২) নব গঠিত পরিষদের বিবরণ–

                                    ১) শপথগ্রহণেরতারিখ– 21-02-2022 ইং।

                                    ২) প্রথমসভারতারিখ– 02-04-2022

                                   ৩) মেয়াদউর্ত্তীনেরতারিথ– 27-11-2026 ইং।

১৩) গ্রাম সমূহের নাম–

            পূর্ব কালিকাপুর, পশ্চিম কালিকাপুর, রামনগর, শংকরপুর, নেংগী, বানিয়াপাড়া, বামন হাট, শাহাপুর, কৃষ্ণনগর, সোতা, হোসেনপুর, বেনাদোনা, মানপুর, চৌধুরাটি, বড়দোনা, দক্ষিন রঘুনাথপুর, উত্তর রঘুনাথপুর। 

 

১৪) ইউনিয়নপরিষদজনবল–

               ১) নির্বাচিত পরিষদ সদস্য– ১২ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব– ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ– ৮ জন।

১৫) ভোটার সংখ্যা- ১৮০৭১ জন।

ছবি


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)